মুসলিমবিডি ২৪ডটকম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রিয় ছিল
- খুশবু (সুগন্ধি)
- স্ত্রী লোক
- নামাজ
আবু বকর রাঃ এর নিকট প্রিয় ছিল
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক দর্শন রাসূল
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য সম্পদ ব্যয় করা।
- তার কন্যা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বিবি হওয়া
হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট প্রিয় ছিল
- সৎ কাজের আদেশ করা
- অসৎ কাজে বাঁধা দেওয়া
- পুরাতন কাপড় পরিধান করা
হযরত ওসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু প্রিয় ছিল
- ক্ষুধার্ত কে আহার করানো।
- বস্ত্রহীন কে কাপড় পরিধান করানো
- কোরআন মজিদ তেলাওয়াত করা।
হযরত আলী রাঃ এর নিকট প্রিয় ছিল
- মেহমানের খেদমত করা।
- গ্রীষ্মকালে রোজা রাখা।
- তলোয়ার দারা আল্লাহর পথে জিহাদ করা।