Breaking News
Home / ইসলাম ধর্ম / তিন কথার সমাহার

তিন কথার সমাহার

মুসলিমবিডি২৪ডটকম 

তিন কথার সমাহার

তিন প্রকার লোক যাদের দেখে আল্লাহ্ খুশি হন

  1. ঐ ব্যাক্তি যে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রি জাগরণ করে। (নফল নাজ পড়ে)
  2. ঐ মুসল্লি যে,নামাজের জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় (ে নামাজ পড়ে)
  3. ঐ ব্যক্তি যে, কাফেরের মোকাবেলা জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় (জিহাদ করে)

আল্লাহ্ ওয়ালাদের তিন বৈশিষ্ট্য

  • প্রত্যেক কার্যকলাপে একমাত্র আল্লাহ্ সুবহানাহু তায়ালার উপর ভরসা করা
  • নিজেকে প্রত্যেক কাজে আল্লাহ সুবহানাহু তায়ালার মুখাপেক্ষী মনে করা।
  • প্রত্যেক কাজে একমাত্র আল্লাহ্ সুবহানাহু তায়ালার প্রতি মনোনিবেশ করা।

বাসীদের তিনটি অভ্যাস

  1. অহংকার কারীদের সাথে ভালো করা।
  2. যুলুম কারীকে ক্ষমা করা।
  3. যারা কিছুই দেয় না তাদের প্রতিও ব্যায় করা।

জাহান্নামে নিয়ে যায় তিনটা বস্তু

  • জিহ্বা।
  • লজ্জাস্থান
  • অসৎ চরিত্র

তিন কাজে বয়সে হয়।

  1. সৎ চরিত্র অর্জন করা।
  2. প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা।
  3. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা।

সন্তানের প্রতি পিতা-মাতার হক তিনটি

  1. ের পর তার উত্তম নাম রাখা।
  2. বুঝার বয়স হয় তখন কোরআন শিক্ষা দেওয়া।
  3. যখন বালেগ হবে তখন বিবাহ করিয়ে দেওয়া।

তিন কাজ তাড়াতাড়ি করা উত্তম

  1. নামাজ ,যখন তার সময় হয়।
  2. বিবাহ সম্পন্ন করিয়ে দেওয়া,সন্তান যখন বালেগ হয়।
  3. তওবা, গুনাহ্ যখনই হয়।

লিখার তিনটি বৈশিষ্ট

  • সহীহ শুদ্ধ লিখা।
  • দ্রুত লিখা।
  • সুন্দর লিখা

পড়ার তিনটি বৈশিষ্ট

  1. সহীহ করে পড়া
  2. উচ্চ আওয়াজে পড়া।
  3. দ্রুত পড়া।

আল্লাহ্ সুবহানাহু তায়ালা আমদের বুঝার তাওফিক দান করুন। আমীন।

See More ..টেলিগ্রামের মাধ্যমে ইনকাম কি বৈধ ?,

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

জনৈক মুচির চোঁখে দেখা কবরের আযাব

জনৈক মুচির চোখে দেখা কবরের আযাব

(মুসলিমবিডি২৪ডটকম) একজন অন্ধ হাফেজ, মুচি এবং কবরে দাফনকৃত কয়েক হাজার টাকা ━━━━━━ • ✿ • …

Leave a Reply

Powered by

Hosted By ShareWebHost