মুসলিমবিডি২৪ডটকম
তিন প্রকার লোক যাদের দেখে আল্লাহ্ খুশি হন
- ঐ ব্যাক্তি যে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রি জাগরণ করে। (নফল নামাজ পড়ে)
- ঐ মুসল্লি যে,নামাজের জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় (জামাতে নামাজ পড়ে)
- ঐ ব্যক্তি যে, কাফেরের মোকাবেলা করার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় (জিহাদ করে)
আল্লাহ্ ওয়ালাদের তিন বৈশিষ্ট্য
- প্রত্যেক কার্যকলাপে একমাত্র আল্লাহ্ সুবহানাহু তায়ালার উপর ভরসা করা
- নিজেকে প্রত্যেক কাজে আল্লাহ সুবহানাহু তায়ালার মুখাপেক্ষী মনে করা।
- প্রত্যেক কাজে একমাত্র আল্লাহ্ সুবহানাহু তায়ালার প্রতি মনোনিবেশ করা।
জান্নাতবাসীদের তিনটি অভ্যাস
- অহংকার কারীদের সাথে ভালো আচরণ করা।
- যুলুম কারীকে ক্ষমা করা।
- যারা কিছুই দেয় না তাদের প্রতিও ব্যায় করা।
জাহান্নামে নিয়ে যায় তিনটা বস্তু
- জিহ্বা।
- লজ্জাস্থান
- অসৎ চরিত্র
তিন কাজে বয়সে বরকত হয়।
- সৎ চরিত্র অর্জন করা।
- প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা।
- আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা।
সন্তানের প্রতি পিতা-মাতার হক তিনটি
- জন্মের পর তার উত্তম নাম রাখা।
- যখন বুঝার বয়স হয় তখন কোরআন শিক্ষা দেওয়া।
- যখন বালেগ হবে তখন বিবাহ করিয়ে দেওয়া।
তিন কাজ তাড়াতাড়ি করা উত্তম
- নামাজ ,যখন তার সময় হয়।
- বিবাহ সম্পন্ন করিয়ে দেওয়া,সন্তান যখন বালেগ হয়।
- তওবা, গুনাহ্ যখনই হয়।
লিখার তিনটি বৈশিষ্ট
- সহীহ শুদ্ধ লিখা।
- দ্রুত লিখা।
- সুন্দর লিখা
পড়ার তিনটি বৈশিষ্ট
- সহীহ করে পড়া
- উচ্চ আওয়াজে পড়া।
- দ্রুত পড়া।
আল্লাহ্ সুবহানাহু তায়ালা আমদের বুঝার তাওফিক দান করুন। আমীন।
See More ..টেলিগ্রামের মাধ্যমে ইনকাম কি বৈধ ?,