(মুসলিমবিডি২৪ডটকম)
মাসয়ালা: কেউ যদি নামাজে এক সেজদা করে এবং দ্বিতীয় সেজদা করতে ভুলে যায়, তাহলে তার করণীয় কি?
পরের রাকাতে তিন সেজদা করলে নামাজ হবে কি?
সমাধান: হয়ে যাবে। তবে উত্তম হল, যখনই স্মরণ হবে, সাথে সাথে সেজদা করে নেয়া। যে রুকুনে সেজদা করা
হয়েছে, ওই রুকুন পুনরায় আদায় করা মুস্তাহাব। যদি শেষ বৈঠকের মাঝখানে অথবা শেষে সেজদা আদায় করা হয়,
তাহলে তাশাহহুদ পুনরায় পড়া ওয়াজিব। সর্বাবস্থায় সেজদায়ে সাহু করতে হবে। যদি সালাম ফেরানোর পরে
মসজিদ থেকে বের হওয়ার আগে স্মরণ হয়, তাহলে সাথে সাথে সেজদা করে তাশাহহুদ পড়ে সেজদায়ে সাহু আদায়
করে নিয়মতান্ত্রিকভাবে নামাজ শেষ করতে হবে। (ফাতাওয়া শামী -১/৫৭৩, আহসানুল ফাতাওয়া-৪/৪৪)