Home / মুজিযা / মুজিযা ও কারামতের পার্থক্য

মুজিযা ও কারামতের পার্থক্য

(মুসলিমবিডি২৪ডটকম)মুজিযা ও কারামতের পার্থক্য

মু’জিযা ও কারামতের পার্থক্য

মু’জিযা ও কারামতের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য বিদ্যমান। যেমন,

(১) মু’জিযার উদ্দেশ্য হল, নবুওয়াত অস্বীকারকারী লোকদের নিকট নবীর সত্যতা প্রমাণ করা। আর কারামতের উদ্দেশ্য হল, ওলী ও বুজুর্গ ব্যক্তির সম্মান বৃদ্ধি করা।

(২) মু’জিযা নবী-রাসূলদের সাথে খাস। অর্থাৎ নবী-রাসূল ব্যতীত অন্য কারো থেকে ঘটিত অলৌকিক বিষয়কে মু’জিযা বলা হয় না।

পক্ষান্তরে ওলী দরবেশ সকলের থেকেই কারামত প্রকাশ পেতে পারে।

(৩) ওলী তার অলৌকিক বিষয় গোপন রাখবেন। কিন্তু পয়গম্বরের দায়িত্ব হল, তার অলৌকিক ক্ষমতা প্রকাশ করে দেয়া।

(৪) ওলী নিজ কারামত সম্বন্ধে ওয়াকেফহাল না ও হতে পারেন। কিন্তু নবী-রাসূল তার মুজিযা সম্বন্ধে ওয়াকেফাল থাকেন।

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Powered by

Hosted By ShareWebHost