(মুসলিমবিডি24ডটকম)
নাহমাদুহু ওয়ানু সাল্লি আলা রাসূলিহিল কারিম।
আম্মাবাদ!
প্রিয় পাঠক/পাঠিকা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ।
বিবাহ আল্লাহ তাআলার বিধান, এটি উম্মতের কারো ক্ষেত্রে ফরজ হিসেবে বিবেচ্চ হয়,
কারো ক্ষেত্রে ওয়াজিব, আবার কারো ক্ষেত্রে সুন্নত পর্যায়ে থেকে যায়।
কারো জন্য বিবাহ করা হারাম। আমরা আজকের এই আর্টিকেল পড়ে জেনে নেব,
এবং জেনে নেব কাদের জন্য বিবাহ করা অতি জরুরী এবং কাজের জন্য হারাম।
সাথে সাথে আমরা এটিও জেনে নেব বিবাহের ক্ষেত্রে,
পাত্র-পাত্রী নির্বাচন করার সময় ধার্মিক কি না বুঝার সহজ উপায়। প্রথমে আমরা জেনে নেব,
দ্বীনদার পাত্রী চেনার উপায়
দ্বীনদার পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে,
নিজে পরিপূর্ন দ্বীনদার হওয়া,আর পাত্রী আল্লাহর ফরজ বিধান পর্দা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেন কিনা।
যিনি আল্লাহর ফরজ বিধান পালনে কোন কমতি করেন না তিনি অবশ্যই দ্বীনদার।
পর্দা বলতে শুধুই বোরকা পরা উদ্দেশ্য নয়। শরীয়াহ যেভাবে বলেছে সেভাবে পর্দা করতে হবে।
আমাদের সমাজে এমন কিছু বোন আছেন, যারা বাহিরে পর্দা করেন কিন্তু নিজ গৃহে পর্দার কোন খবর নাই।
কেমন মেয়ে বিয়ে করা উচিত
রাসূল সাঃ বলেছেন “দুনিয়ার সবকিছুই উপভোগ বস্তু , তন্মধ্যে সর্বউত্তম উপভোগ বস্তু হল দীনদ্বার স্ত্রী”
অতএব আমাদের জন্য বিবাহের ক্ষেত্রে দ্বীনদার নারীকেই বিয়ে করা উচিৎ।
ভালো পাত্রী চেনার উপায়
দীনদার পাত্রী চেনার ২য় পদ্বতি হল, মেয়ের মধ্যে কানাআত (অল্পে তুষ্ট) আছে কিনা।
যা পায় তার উপর সন্তুষ্ট থাকার উপর ধৈর্য থাকা।
কাদের জন্য বিবাহ করা ফরয
যে ব্যাক্তি বিবাহ ছাড়া নিজেকে পবিত্র রাখার উপর আত্মবিশ্বাস রাখে না,
যে কোন মুহুর্তে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে তার জন্য বিবাহ করা ফরয।
কার জন্য বিবাহ করা হারাম
যে ব্যাক্তি বিবাহ করার পর স্ত্রীর হক পরিপূর্ন ভাবে আদায় করতে পারবে না।
স্ত্রীর খোরপোষ দিতে অক্ষম, তার জন্য বিয়ে করা হারাম।
বিয়ে না হলে কি করা উচিত
শরীয়তের কোন কারণ বশতঃ কেউ যদি বিবাহ হতে বিরত থাকে তাহলে তার চাহিদা নিয়ন্ত্রণ করার জন্য তাকে রোজা রাখা উচিৎ।
এমনটাই হাদীসে বলা হয়েছে।
প্রিয় পাঠক/পাঠিকা
এই বিষয় গুলো ই সীমাবদ্ধ নয়। দ্বীনদার নর/নারী চিনার আরো উপায় রয়েছে।
আল্লাহ রাব্বুল আলমীন আমাদের কে বুঝার তাওফীক দান করুন।
আরো পড়ুনঃ
বিবাহের সময় যা যা পালনীয়, একাধিক বিবাহের প্রয়োজনীয়তা, বেহেশতী মেয়ের বিবাহ, টেলিফোন বা মোবাইলে বিবাহ সহীহ হওয়ার পদ্ধতি