(মুসলিম বিডি ২৪ডটকম)
জানাজার নামাজের পায়ের জুতা রেখে দাঁড়ানো যাবে কিনা?
জানাজার নামাজ ই নয়, যেকোনো নামাজেই জুতা পড়ে আদায় করা যাবে তবে শর্ত হল জুতার নিচে কোন নাপাকি থাকতে পারবে না।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে পা থেকে জুতা খুলে ফেললেন।
এটি দেখে সাহাবী রাদিয়াল্লাহু তা’আলা আনহু তাদের পায়ের জুতা খুলে ফেললেন।
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাদেরকে বললেন তোমরা কেন তোমাদের জুতা খুলে ফেললে?
সাহাবায়ে কেরাম এরশাদ করলেন আমরা আপনাকে দেখে অনুসরণ করেছি মাত্র।
তিনি বললেন নামাজে জিবরাঈল আলাইহিস সালাম এসে আমাকে বললেন আমার জুতার নিচে নাপাক রয়েছে, তাই আমি খুলে ফেললাম।
এ হাদিস থেকে বুঝা যায় নামাজে জুতা পায়ে রাখা জায়েজ আছে।
তবে শর্ত হলো জুতার নিচে কোন নাপাক থাকতে পারবে না।
আমাদের দেশে সাধারণত জানাজার নামাজ ও মাঠে আদায় করা হয়,
আমাদের দেশের মাঠের অবস্থা প্রায় সবারই জানা যেখানে বিভিন্ন চতুষ্পদ বিচরণ করানো হয়।
এখন লক্ষ্য করুন যদি জুতা খুলে নামাজ আদায় করা হয় আর যে স্থানে জানাজার নামাজ আদায় করা হয় ওই স্থান যদি নাপাক থাকে তাহলে নামাজ কিভাবে বৈধ হবে?
আরো পড়ুনঃ
জামাতের গুরুত্ব ও ফজিলত,জুমুআর নামাজ, পুরুষরা কোন ধরনের নারীদের বেশি পছন্দ করে