Home / ইসলামিক নিউজ / কবি হাতিম আল ফেরদৌসীর দ্বিতীয় বই শিল্পীর দিশারি প্রকাশিত হয়েছে

কবি হাতিম আল ফেরদৌসীর দ্বিতীয় বই শিল্পীর দিশারি প্রকাশিত হয়েছে

REPORTED BY ABDULLAH AFJAL 

প্রকাশিত হয়েছে শিল্পির দিশারি

আলহামদুলিল্লাহ, প্রকাশিত হয়েছে  হাতিম আল-ফেরদৌসীর দ্বিতীয় বই ‘শিল্পীর দিশারী’।

 

 

কেনো পড়বেন শিল্পীর দিশারী

 

সফলতার সুদূর লক্ষ্যে পৌঁছোতে প্রয়োজন সঞ্জীবনী শক্তির। সেই শক্তির উৎস হয়ে প্রেরণা যোগাবে ‘শিল্পীর দিশারী’।

 

 

আআত্মবিশ্বাস  হচ্ছে সফলতার মূলমন্ত্র। নিজেকে একজন বলিষ্ঠ আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে পড়ুন ‘শিল্পীর দিশারী’।

 

মানুষ মরণশীল। তবুও মানুষ চায় শেষ পর্যন্ত এ দুনিয়ায় একটি সার্থক পদচিহ্ন রেখে যেতে।

 

চাহিদার এ সরল সূত্রে আপনাকে সুন্দর দিক নির্দেশ করবে ‘শিল্পীর দিশারী’।

 

 

সন্তানকে মানুষ করে গড়ে তুলতে প্রত্যেক পিতা-মাতাই হতাশায় ভুগেন।

 

আদর্শ সন্তানের অধিকারী হওয়া সকল মা-বাবার-ই জীবনের এক বড় চাওয়া।

 

‘শিল্পীর দিশারী’-ই পারে আপনাকে আদর্শ সন্তান লাভের মন্ত্রণা দিতে।

 

সমাজে একজন আদর্শ অভিবাবকের বড়ই প্রয়োজন। কারণ,

 

আদর্শ অভিবাবক থেকেই আদর্শ ব্যক্তির সৃষ্টি, আর আদর্শ ব্যক্তি থেকে আদর্শ সমাজ।

 

নিজেকে একজন আদর্শ অভিবাবক হিসেবে গড়ে তুলতে আপনার সহায়ক হবে ‘শিল্পীর দিশারী’।

 

আশা ও স্বপ্ন মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। ‘শিল্পীর দিশারী’ দান করবে আশার আলো

 

আর আপনাকে গড়ে তুলবে একজন বাস্তব স্বপ্নচারী হিসেবেএকটি বলিষ্ঠ হৃদয়ই পারে পৃথিবীর উঠোনে সুন্দর কোনো চিহ্ন এঁকে যেতে।

 

বলিষ্ঠ হৃয় মানে, যার ভেতর দিয়ে চলে যায় প্রভাতের চঞ্চল হাওয়া ছন্দময় তরঙ্গে,

 

যার আকাশে পূর্ণিমার চাঁদ আলো ছড়ায় প্রিয়ার জগতমাতানো হাসির মতো,

 

যার স্কিনে আঁকা যায় স্বপ্নের সাম্রাজ্য আর গ্যালারিতে রাখা যায় সুন্দরের প্রতিচ্ছবি।

 

বলিষ্ঠ হৃদয়ের অধিকারীরাই হয়ে থাকেন শিল্পী। যারা রঙ্গের তুলিতে জগতকে সাজাতে চান বৈচিত্র রূপে।

 

একটি শৈল্পিক মনকে উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাবে বলে বইটির নাম ‘শিল্পীর দিশারি’।

জরুরি ঘোষণা 💠💠💠

শিল্পীর দিশারি, তুহফাতুল হুফফাজ, তাহফিজ কোরআন শরিফ  নিতে যোগাযোগ করুনঃ

01303721460  voice call/WhatsApp /imo

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না

আল্লাহ জালিমকে ছাড় দেন ছেড়ে দেন না

মুসলিমবিডি২৪ডটকম আল্লাহ জা লি মদের ছাড় দিলেও ছেড়ে যে দেন না, এর অন্যতম প্রমাণ দেখা …

Powered by

Hosted By ShareWebHost