Breaking News
Home / ইসলামিক নিউজ / তাহফিজ টুপি অরজিনাল পাবেন আমাদের কাছে

তাহফিজ টুপি অরজিনাল পাবেন আমাদের কাছে

আসসালামু আলাইকুম,,

আশা করি পাঠক আল্লাহর রহমতে ভালো আছেন।

দোয়া করি আপনাকে ও আপনার পরিবারের সবাইকে সবসময় যেন আল্লাহ তায়ালা ভালো ও সুস্থ রাখেন।

ব্যবসা করা হালাল ও আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত।

আমাদের কাছে পাচ্ছেন ন্যায্য মূল্যে ও অরজিনাল তাহফিজ টুপি।

উপজেলা পর্যায়ে ফুল টাকা পেমেন্ট করতে হবে ও জেলা পর্যায়ে পন্য হাতে পেয়ে টাকা (cash on delivery)।

তাহফিজ টুপি এখন পাবেন সবচেয়ে কম দামে,
দামে কম মানে ভালো।

শুধু মাত্র পাইকারী বিক্রি হচ্ছে, অনেকেই ফোন করে বলে ভাইয়া বেশি নিলে কুরিয়ার সার্ভিসের চার্জ ফ্রী করলে ভালো হতো। ইনশাআল্লাহ বেশি নিলে কুরিয়ার সার্ভিস ফ্রী থাকবে।

যারা তাহফিজ টুপি পছন্দ করেন হ্যাঁ তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

ডেলিভারি চার্জ ফ্রি নিতে কমপক্ষে 50 পিস অর্ডার করতে হবে।

এছাড়া আরো পাবেন আমাদের কাছে

১/তাহফিজ’কুরআন শরীফ

২/তাহফিজ রেহাল

৩/ তাহফিজ সিলেবাস

৪/ আন্তর্জাতিক হাফিজ ক্বারীদের তিলাওয়াত লোড করা মেমোরি কার্ড।

💸বিশেষ দ্রষ্টব্যঃ অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে।

☎️ যোগাযোগঃ 01741696909

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না

আল্লাহ জালিমকে ছাড় দেন ছেড়ে দেন না

মুসলিমবিডি২৪ডটকম আল্লাহ জা লি মদের ছাড় দিলেও ছেড়ে যে দেন না, এর অন্যতম প্রমাণ দেখা …

Powered by

Hosted By ShareWebHost