(মুসলিমবিডি২৪ডটকম)
মূলত কোন সহীহ হদীস থেকে আসহাবে কাহাফের নাম সঠিকভাবে প্রমাণিত নেই। তাফসীরী ও ঐতিহাসিক রেওয়ায়াতে বিভিন্ন নাম বর্ণিত হয়েছে।
তন্মধ্যে তাবরানী ‘মুজামে আওসাত’ গ্রন্থে বিশ্বস্থ সনদসহ হযরত ইবনে আব্বাস (রা.) থেকে যে রেওয়াত বর্ণনা করেছেন, সেটিই অধিক বিশুদ্ধ।
এতে তাদের নাম নিম্নরুপ উল্লেখ করা হয়েছে। ১/ মুকসালমিনা ২/ তামলিখা ৩/ মর্তুনাস ৪/ সুনুনুস ৫/ সরিতুনুস ৬/ যুনওয়াস ৭/ কায়াস্ততিয়ুনুস।
কেউ কেউ আসহাবে কাহাফের নাম এভাবে উল্যেখ করেন যে, ১/ মাকসালমীনা ২/ তামলীখা ৩/ মারতুনাস ৪/ নায়নূনাস ৫/ সারবূলাস ৬/ যূনাওয়াস ৭/ কালইয়াসতুয়ূনাস। (জামালাইন ৪/৪২)
আরও পড়ুন:-
মা শা আল্লাহ, আসহাবে কাহাফের ঘটনা সংক্ষেপে চাই।