(মুসলিমবিডি২৪ডটকম)
পবিত্র কাবা ঘর সর্বমোট দশবার নির্মাণ করা হয়েছে।
১/ সর্বপ্রথম ফেরেশতাগণ আদম ও জমিন সৃষ্টির
দু’হাজার বছর পূর্বে নির্মাণ করেছিলেন।
২/ হযরত আদম আ. নির্মাণ করেছিলেন।
৩/ হযরত আদম আ. এর সন্তান হযরত শীছ আ.
নির্মাণ করেছিলেন।
৪/ হযরত নূহ আ. এর প্লাবনে এটা ধ্বংস হয়ে গেলে হযরত ইবরাহিম আ. তা পুনরায় নির্মাণ করেন।
৫/ আমালেকা গোত্র।
৬/ জুরহুম গোত্র।
৭/ কুসাই বিন কেলাব।
৮/ কোরাইশগণ।
৯/ বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের রা.।
১০/ সর্বশেষ কূফার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ নির্মাণ করেন।
কেউ কেউ তুরস্কের বাদশাহ মুরাদ খানকেও
পুনঃ নির্মাতা হিসেবে স্বীকৃতি দেন। তিনি ১৪০ হিজরিতে এ কাজ করেন।
আরও পড়ুন:-👇
পবিত্র কাবা ঘরের ভিতরে কি আছে
মাকামে ইবরাহীমের ফযীলত
হাজরে আসওয়াদের ফযীলতঃ মুহাম্মদ খিজির আহমদ