(মুসলিমবিডি২৪ ডটকম)
প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত?
উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। তিনি আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল।
প্রশ্ন:- হুজুর (সা:) কোথায় জন্ম গ্রহণ করেন?
উত্তর:- আরব দেশে মক্কা নগরে হুজুর (সা:) এর জন্ম হয়।
প্রশ্ন:- তিনির পিতা ও মাতা এবং দাদার নাম কি?
উত্তর:- পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা এবং দাদার নাম আব্দুল মুত্তালিব।
প্রশ্ন:- পদ মর্যাদায় হুজুর সা: এর স্থান কোথায়?
উত্তর:- সকল নবী রাসূল হতে বড় এবং সকল সৃষ্টজীব হতে উত্তম।
প্রশ্ন:- হুজুর সা: সারাজীবন কোথায় অতিবাহিত করেন এবং কত বছর বয়সে ইন্তেকাল করেন?
উত্তর:- ৫৩ বছর মক্কায় এবং ১০ বছর মদীনায় অতিবাহিত করেন এবং ৬৩ বছর বয়সে মদীনায় ইন্তেকাল করেন।
প্রশ্ন:- হুজুর সা: কত বছর বয়সে নুবুওয়াতী লাভ করেন?
উত্তর:- ৪০ বছর বয়সে নুবুওয়াতী লাভ করেন।
প্রশ্ন:- হুজুর সা: সর্বপ্রথম কাকে কত বছর বয়সে বিবাহ করেন?
উত্তর:- ২৫ বছর বয়সে হযরত খাদীজা (রা:) কে বিবাহ করেন। তখন খাদীজার বয়স ছিল ৪০/৪৫ বছর।
প্রশ্ন:- কত দিনে পূর্ণ কোরআন মজীদ অবতীর্ণ হয়েছিল?
উত্তর:- রমজান মাসের শবেকদরে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে এক সঙ্গে অবতীর্ণ হয়।
সেখান থেকে পূর্ণ ২৩ বছর সময়ে আস্তে আস্তে দুনিয়াতে অবতীর্ণ হয়েছিল।
প্রশ্ন:- কোরআন শরীফ কোথায় কিভাবে অবতীর্ণ হয়েছিল?
উত্তর:- মক্কা শরীফে হেরা পর্বতে একটি গর্ত ছিল। সেখানে হুজুর (স:) নির্জনে খোদার ইবাদতে মাশগুল থাকতেন।
একদিন হযরত জিবরীল (আ:) আল্লাহর পক্ষ থেকে সূরায়ে আলাক্বের প্রাথমিক অংশ নিয়ে আগমন করেন।
এভাবেই পবিত্র কোরআন অবতরণের সূচনা হয়।
প্রশ্ন:- উম্মী কাকে বলে?
উত্তর:- যে ব্যক্তি কারো থেকে লেখাপড়া শেখে নাই, তাকেই উম্মী বলে। রাসূল (সা:) যদিও কারো নিকট থেকে লেখাপড়া শিখেননি,
তথাপি আল্লাহ পাক তাকে সকল সৃষ্টজীব থেকে বেশী জ্ঞান দান করেছেন।
প্রশ্ন:- মাছুম অর্থ কি?
উত্তর:- মাছুম অর্থ নিষ্পাপ। নবী রাসূলগণ সবধরণের গোনাহ থেকে পুত: পবিত্র বা মাছুম। এটাই আমাদের আক্বীদা।