Home / সীরাতুন্নবী (সাঃ) / রাসুল সাঃ এর চাচা ও ফুফুগন

রাসুল সাঃ এর চাচা ও ফুফুগন

(মুসলিমবিডি২৪ডটকম)

রাসুল সাঃ এর চাচা ও ফুফুগন

হজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিবের দশ পুত্র ছিলেন।

  1. হারিছ
  2. যুবায়ের
  3. হাজাল
  4. যেরার
  5. মুকাওয়িম
  6. আবু লাহাব
  7. আব্বাস রা:
  8. হামজা রা:
  9. আবু তালিব
  10. আব্দুল্লাহ

এদের মধ্যে আব্দুল্লাহ রাসুল সাঃ এর পিতা এবং অবশিষ্ট নয়জন তাঁর চাচা।হযরত আব্বাস রাঃ ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন।

     রাসুল সাঃ এর ফুফুগন

রাসুল সাঃ এর ফুফু ছিলেন ছয়জন,তাদের নাম নিম্নে প্রদান করা হলো।

  1. উমায়মা
  2. উম্মে হাকিম
  3. বাররাহ
  4. আতেকা
  5. সাফিয়্যাহ
  6. আরওয়াহআরওয়াহ

  রাসুল সাঃ এর পাহারাদার গন

হযরত সাআদ ইবনে মুআয রা:বদরের যুদ্ধের সময় নবীজী সাঃ এর পাহারাদারী করেছেন।হযরত যাকওয়ান ইবনে আবদে কায়েস

ও মুহাম্মদ ইবনে সালামা আনসারি রা:উহুদের যুদ্ধে,হযরত যুবায়ের খন্দকের যুদ্ধে,

এবং হযরত আব্বাদ ইবনে বশির ও হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস,হযরত আবু আইয়ুব আনসারি,

হযরত বেলাল রাযি:ওয়ালিউল কুরার যুদ্ধে নবীজী সাঃ এর পাহারাদারী করেন।অতঃপর যখন এ আয়াত অবতীর্ণ হল:

والله يعصمك من الناس

অর্থাৎ আল্লাহ তাআলাই আপনাকে হেফাজত করবেন,তখন এ ব্যবস্থা রহিত হয়।

(সীরাতে খাতামুল আম্বিয়া)

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost