(মুসলিমবিডি২৪ডটকম)
হজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিবের দশ পুত্র ছিলেন।
- হারিছ
- যুবায়ের
- হাজাল
- যেরার
- মুকাওয়িম
- আবু লাহাব
- আব্বাস রা:
- হামজা রা:
- আবু তালিব
- আব্দুল্লাহ
এদের মধ্যে আব্দুল্লাহ রাসুল সাঃ এর পিতা এবং অবশিষ্ট নয়জন তাঁর চাচা।হযরত আব্বাস রাঃ ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন।
রাসুল সাঃ এর ফুফুগন
রাসুল সাঃ এর ফুফু ছিলেন ছয়জন,তাদের নাম নিম্নে প্রদান করা হলো।
- উমায়মা
- উম্মে হাকিম
- বাররাহ
- আতেকা
- সাফিয়্যাহ
- আরওয়াহআরওয়াহ
রাসুল সাঃ এর পাহারাদার গন
হযরত সাআদ ইবনে মুআয রা:বদরের যুদ্ধের সময় নবীজী সাঃ এর পাহারাদারী করেছেন।হযরত যাকওয়ান ইবনে আবদে কায়েস
ও মুহাম্মদ ইবনে সালামা আনসারি রা:উহুদের যুদ্ধে,হযরত যুবায়ের খন্দকের যুদ্ধে,
এবং হযরত আব্বাদ ইবনে বশির ও হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস,হযরত আবু আইয়ুব আনসারি,
হযরত বেলাল রাযি:ওয়ালিউল কুরার যুদ্ধে নবীজী সাঃ এর পাহারাদারী করেন।অতঃপর যখন এ আয়াত অবতীর্ণ হল:
والله يعصمك من الناس
অর্থাৎ আল্লাহ তাআলাই আপনাকে হেফাজত করবেন,তখন এ ব্যবস্থা রহিত হয়।
(সীরাতে খাতামুল আম্বিয়া)