(মুসলিমবিডি২৪ডটকম)
হযরত খাদিজা রাঃ এর গর্ভে রাসুল সাঃ এর দুই ছেলে ও চার মেয়ে জন্মগ্রহণ করেন।পুত্রদয় ছিলেন,হযরত কাসেম ও তাহের (রাঃ)।হযরত কাসেমের নামেই রাসুল সাঃ এর উপনাম ছিল আবুল কাসেম।হযরত তাহের সম্পর্কে বলা হয়,তার নাম ছিল আব্দুল্লাহ।কন্যা চতুষ্টয় ছিল হযরত ফাতেমা,যয়নব,রুকাইয়া,উম্মে কুলসুম রাঃ।নবীজীর সন্তানদের মধ্যে হযরত যয়নব ছিলেন সকলের বড়।এ সকল সন্তান হযরত খাদিজা রাঃ এর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন।তবে নবীজীর তৃতীয় পুত্র যার নাম ছিল,ইবরাহিম,তিনি হযরত মারিয়া কিবরিয়ার গর্ভে জন্মগ্রহণ করেন।এই পুত্রদয় শৈশবেই মৃত্যুবরণ করেন।তবে হযরত কাসেম রাঃ সম্পর্কে কোনো কোনো বর্ণনা দ্বারা জানা যায় যে,তিনি সওয়ারীর পিঠে আরোহণ করার মত বয়স পেয়েছিলেন। (সিরাতে মুগলতাই)
রাসুল সাঃ এর কন্যা চতুষ্টয়
উম্মতের সর্বসম্মত মচ হচ্ছে নবী দুহিতা হযরত ফাতিমা রাঃ চার কন্যার মধ্যে সর্বোত্তমসর্বোত্তমও সর্বশ্রেষ্ঠ।
রাসুল সাঃ তার ব্যপারে ইরশাদ করেছেন যে,তিনি জান্নাতি মহিলাদের সর্দার হবেন।১৫বছর সাড়ে পাঁচ মাস বয়সে তার বিবাহ হয়,
হযরত আলী রাঃ এর সাথে।তার বিবাহে মোহর ছিল ৪৮০দিরহাম।
নারীদের এই সর্দারের যৌতুক কি ছিল
একটি চাদর,একটি বালিশ,যার মধ্যে খেজুর গাছের ছাল ভরা ছিল,একটি চামড়ার গদি,একটি রশির চারপায়া,
একটি চামড়ার মশক(পানির পাত্র)দুটি মাটির কলশ,দুটি সুরাহী(পানির ছোট পাত্র) এবং একটি যাতা(চাক্কি)।
যাতায় আটা পিষা,এবং ঘরের যাবতীয় কাজ তিনি নিজ হাতে করতেন।উভয় জাহানের সর্দারের কন্যার বিবাহ,
ও যৌতুকের এবং গরিবানা যিন্দেগীর এই ছিল অবস্থা।এসব ঘটনা দেখে সে সব মহিলাদের কি লজ্জা হবে না,
যারা বিবাহ শাদীর অনুষ্ঠানে রসম ও প্রথা রক্ষা করতে গিয়ে দীন(ধর্ম)ও দুনিয়া ধ্বংস করে দেয়।