(মুসলিমবিডি২৪ ডটকম)
প্রশ্ন: সেজদায়ে তেলাওয়াত কাকে বলে?
উত্তর: কোরআন শরীফে কিছু নির্দিষ্ট আয়াত রয়েছে যে গুলো তেলাওয়াত করলে বা শুনলে প্রতি আয়াতে সেজদা করতে হয়, তাকে সেজদায়ে তেলাওয়াত বলে।
প্রশ্ন: কোরআন শরীফে কত জায়গায় সেজদার আয়াত রয়েছে ও কোন কোন পারায়?
উত্তর: ১৪ জায়গায় ১৪টি সেজদার আয়াত রয়েছে।
(১) ৯ নং পারার ১৫ নং পৃষ্ঠায় সূরা আরাফে রয়েছে।
(২) ১৩ নং পারার ১১ নং পৃষ্ঠায় সূরা রাদে রয়েছে।
(৩) ১৪ নং পারার ১১ নং পৃষ্ঠায় সূরা নাহলে রয়েছে।
(৪) ১৫ নং পারার ১১ নং পৃষ্ঠায় সূরা বনী ইসরাইলে রয়েছে।
(৫) ১৬ নং পারার ৮ নং পৃষ্ঠায় সূরা মারয়ামে রয়েছে।
(৬) ১৭ নং পারার ১৩ নং পৃষ্ঠায় সূরা হজ্বে রয়েছে।
(৭) ১৯ নং পারার ৪ নং পৃষ্ঠায় সূরা ফোরকানে রয়েছে।
(৮) ১৯ নং পারার ১৭ নং পৃষ্ঠায় সূরা নামালে রয়েছে।
(৯) ২১ নং পারার ১৫ নং পৃষ্ঠায় সূরা সেজদায় রয়েছে।
(১০) ২৩ নং পারার ১৩ নং পৃষ্ঠায় সূরা ছোয়াদে রয়েছে।
(১১) ২৪ নং পারার ১৯ পৃষ্ঠায় সূরা হামীম সেজদায় রয়েছে।
(১২) ২৭ নং পারার ৭ নং পৃষ্ঠায় সূরা নাজমে রয়েছে।
(১৩) ৩০ নং পারার ৯ নং পৃষ্ঠায় সূরা ইনশিকাকে রয়েছে।
(১৪) ৩০ নং পারার ১৯ নং পৃষ্ঠায় সূরা আলাক্বে রয়েছে।
সেজদা তেলাওয়াত আদায়ের জন্য শর্ত কি
নামাজের জন্য যে সমস্ত শর্ত রয়েছে( যেমন অজু ও গোসল অর্থাৎ পবিত্রতা) , সেজদায়ে তেলাওয়াতে আদায়ের জন্যও এগুলি প্রযোজ্য।
কি কি কারণে তেলাওয়াতে সেজদা ফাসেদ হয়?
যে সকল কারণে নামাজ ফাসেদ হয় ঐ সমস্ত কারণে সেজদায়ে তেলাওয়াতও ফাসেদ হয়ে যায়।
একাধিকবার সেজদার আয়াত পাঠ করলে কিভাবে সেজদা আদায় করতে হবে?
এক বৈঠকে একই আয়াত একাধিকবার পড়লে একটি সেজদা যথেষ্ট।
আবার একই আয়াত একাধিক বৈঠকে বা একই বৈঠকে একাধিক আয়াত পাঠ করলে পৃথক পৃথক সেজদা আদায় করতে হবে।
সেজদায়ে তেলাওয়াত আদায় করার নিয়ম কিভাবে?
পবিত্রতার সাথে দাঁড়িয়ে আল্লাহু আঁকবার বলে সোজা সেজদায় চলে যাবে এবং সেজদার তাসবীহ পাঠ করার পর পুনরায় আল্লাহু আঁকবার বলে সোজা দাঁড়িয়ে যাবে। ইহাই উত্তম নিয়ম।
(সূত্র: তালীমুল হুফফাজ-৩৫,৩৬)