(মুসলিমিবিডি২৪ ডটকম)
প্রশ্ন:- মীম সাকিন কাকে বলে?
উত্তর:- জযমযুক্ত মীমকে মীম সাকিন বলে।
প্রশ্ন:- মীম সাকিনকে কয় নিয়মে পড়িতে হয়?
উত্তর:- মীম সাকিনকে ৩ নিয়মে পড়িতে হয়। যথা- (১) ইখফায়ে শফবী (২) ইদগামে ছগীর মিছলাইন (৩) ইযহারে শফবী।
প্রশ্ন:- ইখফায়ে শফবী কাকে বলে?
উত্তর:- মীম সাকিনের পরে ب অক্ষরটি আসিলে গুন্নার সহিত ইখফা করিয়া পড়িতে হয়। ইহাকে ইখফায়ে শফবী বলে। যথা:- قمْ باِذنالله
প্রশ্ন:- ইদগামে ছগীর মিছলাইন কাকে বলে?
উত্তর:- মীম সাকিনের পরে “মীম” অক্ষরটি আসিলে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ইদগামে ছগীর মিছলাইন বলে। যথা:- عليهمْ مطر
প্রশ্ন:- ইযহারে শফবী কাকে বলে?
উত্তর:- মীম সাকিনের পরে ” বা” ও “মীম” ছাড়া অন্য যে কোন অক্ষর আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়।
ইহাকে ইযহারে শফবী বলে। যথা:- المْ تر – لهمْ فيها
প্রশ্ন:- গুন্না মোট কত প্রকার ও কি কি এবং ওয়াজিব গুন্না কাকে বলে?
উত্তর:- গুন্না মোট ৪ প্রকার। যথা:- (১) ইক্বলাব গুন্না (২) ইদগাম গুন্না (৩) ইখফা গুন্না (৪) ওয়াজিব গুন্না।
নুন এবং মীমের উপর তাশদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে।
যথা:- انَّ – ثمَّ
(সুত্র: তালিমুল হুফফাজ – ৫,৪)