(মুসলিমবিডি২৪ ডটকম)
প্রশ্ন:- মদ অর্থ কি ?
উত্তর:- মদ অর্থ আওয়াজ কে টানিয়া পড়া।
প্রশ্ন:- মদ এর হরফ কয়টি ও কি কি?
উত্তর:-মদ এর হরফ ৩টি। যথা:- واي
প্রশ্ন:-মদ কত প্রকার ও কি কি?
উত্তর:- মদ মোট ১০ প্রকার:- (১) মদ্দে তাবায়ী (২) মদ্দে মুত্তাসিল (৩) মদ্দে মুনফাসিল (৪) মদ্দে আরেজী (৫) মদ্দে লীন (৬) মদ্দে বদল
(৭) মদ্দে লাযিম কালমী মুসাক্কাল (৮) মদ্দে লাযিম কালমী মুখাফফাফ (৯) মদ্দে লাযিম হরফী মুসাক্কাল (১০) মদ্দে লাযিম হরফী মুখাফফাফ।
প্রশ্ন:- মদ্দে তাবায়ী কাকে বলে?
ওয়াও সাকিন ডানে পেশ, ইয়া সাকিন ডানে যের, আলিফ খালি ডানে যবর আসিলে এক আলিফ টানিয়া পড়িত হয়।
ইহাকে মদ্দে তাবায়ী বা মদ্দে আছলী বলে।
যথা:- نوحيها
প্রশ্ন:- মদ্দে মুত্তাসিল কাকে বলে?
উত্তর:- একই শব্দে মদের হরফের পর “হামযা” আসিলে চার আলিফ টানিয়া পড়িত হয়। ইহাকে মদ্দে মুত্তাসিল বলে।
যথা:- سوء- جاء
প্রশ্ন:- মদ্দে মুনফাসিল কাকে বলে?
উত্তর:- মদের হরফের পরে অন্য শব্দের প্রথমে ” হামযা” আসিলে ৩ বা ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে মুনফাসিল বলে।
যথা:- بما انزل-انا امنا
প্রশ্ন:- মদ্দে আরেজী কাকে বলে?
উত্তর:- মদের হরফের পরে ওয়াক্বফ করিলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হইলে ৩ আলিফ টানিয়া পড়িত হয়। ইহাকে মদ্দে আরেজী বলে।
যথা:- تعلمون – حساب
প্রশ্ন:- মদ্দে লীন কাকে বলে?
ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন এর পূর্বে যবর হইলে এবং পরবর্তী হরফে ওয়াক্বফ করিলে ১ আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লীন বলে।
যথা:- خوف -سير
প্রশ্ন:- মদ্দে বদল কাকে বলে?
মদের হরফের পূর্বে “হামযা” আসিলে ১ আলিফ টানিয়া পড়িতে হয়।ইহাকে মদ্দে বদল বলে।
যথা:- امنوا – ايمانا – اوتي
প্রশ্ন:- মদ্দে লাযিম কাকে বলে?
উত্তর:- মদের হরফের পর আসলী সাকিন আসিলে যে মদ হয়, ইহাকে মদ্দে লাযিম বলে।
যথা:- الءان – دابه
প্রশ্ন:- মদ্দে লাযিম কালমী মুসাক্কাল কাকে বলে?
উত্তর:- একই শব্দে মদের হরফের পরে তাশদীদ যুক্ত হরফ আসিলে ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লাযিম কালমী মুসাক্কাল বলে।
যথা:- ولالضالين – دابة
প্রশ্ন:- মদ্দে লাযিম কালমী মুখাফফাফ কাকে বলে?
উত্তর:- একই শব্দে মদের হরফের পর যজম যুক্ত হরফ আসিলে ৪ আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাযিম কালমী মুখাফফাফ বলে।
যথা: الءان
প্রশ্ন:- মদ্দে লাযিম হরফী মুসাক্কাল কাকে বলে?
উত্তর:- কোন শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পর তাশদীদ যুক্ত সাকিন আসিলে ৪ আলিফ টানিয়া পড়িত হয়।
ইহাকে মদ্দে লাযিম হরফী মুসাক্কাল বলে।
যথা:- الم – طسم
প্রশ্ন:- মদ্দে লাযিম হরফী মুখাফফাফ কাকে বলে?
উত্তর:- কোন শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পর যজম যুক্ত সাকিন আসিলে ৪ আলিফ টানিয়া পড়িতে হয়।
ইহাকে মদ্দে লাযিম হরফী মুখাফফাফ বলে।
যথা:- عسق – ق – ن
(সূত্র: তালিমুল হুফফাজ- ৭,৮)