Home / জরুরী মাসাইল / কি পরিমাণ খানা খাওয়া ফরজ ও ওয়াজিব

কি পরিমাণ খানা খাওয়া ফরজ ও ওয়াজিব

(মুসলিমবিডি২৪ ডটকম)

কি পরিমাণ খানা খাওয়া ফরজ ও ওয়াজিব

যে পরিমাণ খানা খেলে জীবন ধারণ করা যায় সে পরিমাণ খাদ্য খাওয়া ফরজ।

দাঁড়িয়ে নামাজ আদায় করা যায় এবং রোজা রাখার শক্তি অর্জিত হয় সেই পরিমাণ খাওয়া মুস্তাহাব।

খানা অর্ধপেট পরিমাণ খাওয়া সুন্নত। পেট ভরে খানা খাওয়া জায়েজ।

জেহাদ করার শক্তি অর্জন করা এবং দ্বীনী ইলম শিক্ষা করার নিয়তে পেট ভরে খানা খাওয়া মুস্তাহাম।

পেট ভরে খাওয়ার পর অতিরিক্ত খাবার খাওয়া হারাম। তবে পনের দিন রোজা রাখার নিয়তে কিংবা মেহমানের খাতিরে পেট ভরে খাওয়া হারাম নয়।

মৃত্যুর আশংকা দেখা দিলে হারাম খাদ্য খাওয়ার হুকুম কি?

তীব্র ক্ষুধার সময় অর্থাৎ ক্ষুধার তাড়নায় যখন মৃত্যুর আশংকা দেখা দেয়,

তখন হালাল খাদ্য না পাওয়া গেলে মৃত প্রাণী বা এ জাতীয় হারাম খাদ্যও হালাল হয়ে যায়।

বরং উক্ত অবস্থায় ইমাম আবু হানীফা রহ.-এর মতে তা ভক্ষণ করা ফরজ। যদি না খেয়ে মারা যায় তাহলে গোনাহগার হবে।

তবে উক্ত খাদ্য জীবন ধারণের পরিমাণ খাবে, পেট ভরে খাবে না। ইমাম শাফেয়ী রহ. ইমাম আহমদ রহ.-এর,

এক বর্ণনা অনুযায়ী ও ইমাম মালেক রহ.-এর মতে পেট ভরে খাওয়া জায়েজ।

এমতাবস্থায় যদি অন্যের সম্পদ মূল্য পরিশোধের নিয়তে খেয়ে ফেলে তবে তাও জায়েজ।

কিন্তু যদি সতর্কতার জন্য অন্যের সম্পদ ভক্ষণ না করে মৃত্যুবরণ করে তবে সে সওয়াবের অধিকারী হবে, গোনাহগার হবে না।

ঔষধ সেবন, সুস্বাদু খাবার ও দামী ফল খাওয়ার হুকুম কি?

রোগাক্রান্ত হলে ঔষধ সেবন করা জায়েজ আছে; ওয়াজিব নয়। যদি ঔষধ সেবন করে মৃত্যুবরণ করে, তবে গোনাহগার হবে না।

বিভিন্ন প্রকারের ফল-ফলাদি খাওয়া এবং সুস্বাদু খাদ্য আহার করা জায়েজ। তবে তাতে অপচয় করা এবং অতিরঞ্জিত করা নিষেধ।

(সূত্র: মালাবুদ্দা মিনহু-১৩৫)

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

ফজরের সুন্নত পড়ার সময়সীমা

Muslimbd24.com ফজরের সুন্নত নামাজ কতক্ষণ পর্যন্ত পড়া যাবে? এর উত্তরে বলা হয়: জামাত শুরু হয়ে …

Powered by

Hosted By ShareWebHost