প্রথম জোড়ার নাম (১) হামছ (২) জাহর
প্রথম জোড়ার আলোচ্য বিষয়ঃ বাতাস/শ্বাস
হামছ কাকে বলে ?
হামছঃ সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে ,(আওয়াজ ছোট হয়)। হামছ সিফাতের হরফ ১০ টি যেমনঃ
فحثه شخص سكت
হামছ সিফাতের হরফগুলিকে হুরুফে মাহমুছাহ বলে।
জাহর কাকে বলে ?
জাহরঃ সিফাতের হরফগুলিকে আদায় করার সময় তার মাখরাজে জোরে ধাক্কার লাগার কারণে শ্বাস বন্ধ হয়, (আওয়াজ বড় হয়) ।
হামছ সিফাতের ১০ টি হরফ বাদে বাকি ১৯ টি জাহর এর হরফ।জাহর সিফাতের হরফগুলিকে হুরুফে মাজহুরাহ বলে।
দ্বিতীয় জোরার নামঃ (১) সিদ্দাত (২) রিখওয়াত (৩) তাওাসসুত্ব
দ্বিতীয় জোড়ার আলোচ্য বিষয়ঃ আওয়াজ
সিদ্দাত কাকে বলে ?
সিদ্দাতঃ সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে শক্ত ভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজ বন্ধ হয়,আওয়াজ শক্ত হয় ।সিদ্দাত সিফাতের হরফ ৮ টি যেমনঃ
اجدك قطبت
সিদ্দাত সিফাতের হরফগুলিকে হুরুফে সাদিদাহ বলে।
রিখওয়াত কাকে বলে ?
রিখওয়াতঃ সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজ জারী হয় আওয়াজ নরম হয়।
তাওাসসুত কাকে বলে ?
তাওাসসুতঃ সিফাতের হরফগুলি আদায় করার সময় না সিদ্দাতের মত পূর্ণভাবে আওয়াজ বন্ধ হবে না রিখওয়াতের মত পূর্ণভাবে আওয়াজ জারী থাকবে ।
বরং উভয়টার মাঝামাঝি আদায় হবে । তাওাসসুত সিফাতের হরফ ৫ টি যেমনঃ
لن عمر
তাওাসসুত সিফাতের হরফগুলিকে হুরুফে মুতাওাসসিতাহ বলে। সিদ্দাতের ৮ টি হরফ এবং তাওাসসুতের ৫ টি হরফ এই মোট ১৩ টি হরফ বাদে বাকি ১৬ টি রিখওয়াতের হরফ।
রিখওয়াত সিফাতের হরফগুলিকে হুরুফে রিখওয়াহ বলে।
তি্ত্বীয় জোড়ার নাম (১) ইস্তিলা (২) ইস্তিফাল
তিত্বীয় জোড়ার আলোচ্য বিষয়ঃ পুর, বারিক।
ইস্তিলা কাকে বলে ?
ইস্তিলাঃ সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহবার গোড়া উপরের তালুর দিকে উঠার কারণে হরফগুলি পুর বা মোটা হয় । ইস্তিলা সিফাতের হরফ ৭ টি যেমনঃ
خص ضغط قظ
ইস্তিলা সিফাতের হরফগুলিকে হুরুফে মুস্তালিয়া বলে ।
ইস্তিফাল কাকে বলে ?
ইস্তিফালঃ সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহবার গোড়া নিচের দিকে চাপিয়া থাকার কারণে হরফগুলি বারিক বা পাতলা হয়।
ইস্তিলা সিফাতের ৭ টি হরফ বাদে বাকি ২২ টি ইস্তিফালের হরফ। ইস্তিফাল সিফাতের হরফগুলিকে হুরুফে মুস্তাফিলাহ বলে।
চতুর্থ জোড়ার নাম (১) ইত্ববাক (২) ইনফিতাহ
চতুর্থ জোড়ার আলোচ্য বিষয়ঃ জিহবার মধ্যেখান উপরের তালুর সহিত মিলিয়ে থাকা বা পৃথক থাকা ।
ইত্ববাক কাকে বলে ?
ইত্ববাকঃ সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহবার মধ্যখান উপরের তালুর সহিত মিলিয়ে থাকে। ইত্ববাক সিফাতের হরফ ৪ টি যেমনঃ
ص ض ط ظ
ইত্ববাক সিফাতের হরফগুলিকে হুরুফে মুত্ববিক্বাহ বলে।
ইনফিতাহ কাকে বলে ?
ইনফিতাহঃ সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহবার মধ্যখান উপরের তালুর থেকে পৃথক থাকবে।
ইনফিতাহ সিফাতের হরফ ইত্ববাক্বের ৪ টি হরফ বাদে বাকি ২৫ টি । ইনফিতাহ সিফাতের হরফগুলিকে হুরুফে মুনফাতিহা বলে ।
পঞ্চম জোড়ার নাম (১) ইযলাক্ব (২) ইসমাত
পঞ্চম জোড়ার আলোচ্য বিষয়ঃ জলদি আদায় বা ধীরস্থীরভাবে আদায় ।
ইযলাক্ব কাকে বলে ?
ইযলাক্বঃ সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহবা ও ঠোটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় হয় । ইযলাক্ব সিফাতের হরফ ৬ টি যেমনঃ
فر من لب
ইযলাক্ব সিফাতের হরফগুলিকে হুরুফে মুযলিক্বাহ বলে।
ইসমাত কাকে বলে ?
ইসমাতঃ সিফাতের হরফগুলি আদায় করার সময় নিজ মাখরাজ থেকে ধীরস্থীর ও মজবুতির সহিত আদায় হয়।
ইযলাক্বের ৬ টি হরফ বাদে বাকি ২৩ টি ইসমাতের হরফ ।ইসমাত সিফাতের হরফগুলিকে হুরুফে মুসমিতাহ বলে।